Fakira - RAAI JAGO şarkı sözleri
Sanatçı:
Fakira
albüm: HARE KRISHNA
শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া
আছো রাধে ঘুমাইয়া
শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া
আছো রাধে ঘুমাইয়া
কুলকলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে
জাগো শ্যামের মনমোহিণী, বিনোদিনী রাই
রাই জাগো গো,
জাগো শ্যামের মনমোহিণী, বিনোদিনী রাই
জেগে দেখো আর তো নিশি নাইগো জয় রাধে
জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই
রাই যাগো গো
জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই
বাসি ফুল জলে ফেলে
আনো সবে ফুল তুলিয়ে
বাসি ফুল জলে ফেলে
আনো সবে ফুল তুলিয়ে
সে ফুল দিয়ে যুগলকে সাজাইগো জয় রাধে,
জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই
রাই যাগো গো
জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই
রাই যাগো গো
জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই
আমরা তোমার সেবার দাসী
যুগলচরণ ভালোবাসি
আমরা তোমার সেবার দাসী
যুগলচরণ ভালোবাসি
যুগল বিনে অন্য আশা নাইগো জয় রাধে
জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই
রাই জাগো গো
জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই
রাই যাগো গো
জাগো শ্যামের মনমোহিণী বিনোদিনী রাই।
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri