Kishore Kumar Hits

Soumik Datta - Ore Nutan Juger Bhore şarkı sözleri

Sanatçı: Soumik Datta

albüm: Ore Nutan Juger Bhore


ওরে, নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে বৃথা
সময় বিচার করে
ওরে, নূতন যুগের ভোরে

কী রবে আর কী রবে না
কী হবে আর কী হবে না
ওরে হিসাবি
এ সংশয়ের মাঝে কি তোর
ভাবনা মিশাবি
ওরে, নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে বৃথা
সময় বিচার করে
ওরে, নূতন যুগের ভোরে

যেমন করে ঝর্না নামে
দুর্গম পর্বতে
নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড়
অজানিতের পথে
জাগবে ততই শক্তি যতই
হানবে তোরে মানা
অজানাকে বশ করে তুই
করবি আপন জানা
চলায় চলায় বাজবে জয়ের ভেরী
পায়ের বেগেই পথ কেটে যায়
করিস নে আর দেরি
ওরে, নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে বৃথা
সময় বিচার করে
ওরে, নূতন যুগের ভোরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar