Kishore Kumar Hits

Lopamudra - Amay Bolo Na Gahite şarkı sözleri

Sanatçı: Lopamudra

albüm: Milecho Mor Prane


আমায় বোলো না, গাহিতে বোলো না
আমায় বোলো না, গাহিতে বোলো না
এ কি শুধু হাসি খেলা, প্রমোদের মেলা
শুধু হাসি খেলা, প্রমোদের মেলা
শুধু মিছে কথা, ছলনা
আমায় বোলো না, গাহিতে বোলো না
আমায় বোলো না, গাহিতে বোলো না

এ যে নয়নের জল, হতাশের শ্বাস
কলঙ্কের কথা, দরিদ্রের আশ
এ যে বুক-ফাটা দুখে গুমিরেছে
বুকে গভীর মরমবেদনা
এ কি শুধু হাসি খেলা, প্রমোদের মেলা
শুধু হাসি খেলা, প্রমোদের মেলা
শুধু মিছে কথা, ছলনা
আমায় বোলো না, গাহিতে বোলো না
আমায় বোলো না, গাহিতে বোলো না

এসেছি কি হেথা যশের কাঙালি
কথা গেঁথে গেঁথে নিতে করতালি
এসেছি কি হেথা যশের কাঙালি
কথা গেঁথে গেঁথে নিতে করতালি
মিছে কথা কয়ে, মিছে যশ লয়ে
মিছে কাজে নিশি যাপনা
কে জাগিবে আজ, কে করিবে কাজ
কে ঘুচাতে চাহে জননীর লাজ
কে জাগিবে আজ, কে করিবে কাজ
কে ঘুচাতে চাহে জননীর লাজ
কাতরে কাঁদিবে, মায়ের পায়ে দিবে
সকল প্রানের কামনা
এ কি শুধু হাসি খেলা, প্রমোদের মেলা
শুধু হাসি খেলা, প্রমোদের মেলা
শুধু মিছে কথা, ছলনা
আমায় বোলো না, গাহিতে বোলো না
আমায় বোলো না, গাহিতে বোলো না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar