Kishore Kumar Hits

Lopamudra - Aamra Sabai Raja şarkı sözleri

Sanatçı: Lopamudra

albüm: Milecho Mor Prane


আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।
আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।
রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।
আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar