হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণেই কান্না থামায়
হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণেই কান্না থামায়
সোঁদা মাটি ঘ্রাণ লুকায় তরতরিয়ে
বেড়ে ওঠা ইটের জাদুঘরে
আমি জলজ তুলোর দেশে ঘর পালাই
হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণেই কান্না থামায়
হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণেই কান্না থামায়
♪
বেচে ফেলি গান, বেচে ফেলি গান
যখন অর্ধভেজা তরুণীর সাথে
বৃষ্টিরা করছে দরদাম
তরুণীর বুকে ছিলো শিলপাটা হাহাকার
বেপরোয়া নদীচুলে জলকণার সাঁতার
কালো মেঘে মেটে বুঝি একাকী সমাজী ক্ষোভ
কে, কার ভুলে ফুল ঝরে যায়?
হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণে কান্না থামায়
হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণে কান্না থামায়
সোঁদা মাটি ঘ্রাণ লুকায় তরতরিয়ে
বেড়ে উঠা ইটের জাদুঘরে
আমি জলজ তুলোর দেশে ঘর পালাই
বেচে ফেলি গান
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri