Aseer Arman - Jolojo Tulor Deshe Ghor Palai (Live) şarkı sözleri
Sanatçı:
Aseer Arman
albüm: Kherokhata
হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণেই কান্না থামায়
হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণেই কান্না থামায়
সোঁদা মাটি ঘ্রাণ লুকায় তরতরিয়ে
বেড়ে ওঠা ইটের জাদুঘরে
আমি জলজ তুলোর দেশে ঘর পালাই
হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণেই কান্না থামায়
হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণেই কান্না থামায়
♪
বেচে ফেলি গান, বেচে ফেলি গান
যখন অর্ধভেজা তরুণীর সাথে
বৃষ্টিরা করছে দরদাম
তরুণীর বুকে ছিলো শিলপাটা হাহাকার
বেপরোয়া নদীচুলে জলকণার সাঁতার
কালো মেঘে মেটে বুঝি একাকী সমাজী ক্ষোভ
কে, কার ভুলে ফুল ঝরে যায়?
হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণে কান্না থামায়
হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণে কান্না থামায়
সোঁদা মাটি ঘ্রাণ লুকায় তরতরিয়ে
বেড়ে উঠা ইটের জাদুঘরে
আমি জলজ তুলোর দেশে ঘর পালাই
বেচে ফেলি গান
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri