Kishore Kumar Hits

Aseer Arman - Boyoshondhi Jhanjhe (Live) şarkı sözleri

Sanatçı: Aseer Arman

albüm: Kherokhata


বয়ঃসন্ধির ঝাঁজে বইছে কিশোরী হাওয়া
আমাদের ঠিক করা ছিল যেন কোথায় যাওয়া
বয়ঃসন্ধির ঝাঁজে বইছে কিশোরী হাওয়া
আমাদের ঠিক করা ছিল যেন কোথায় যাওয়া
হলো না বা কেন হবে না, কার ছিল দায়
কে খারিজ করেছিল কার দাবিদাওয়া
একই পাতে মেখো ভাত, তোমার ঘুড়িতে কাটা
ছাদ ঘিরে সেজদায় মেঘেদের ভয়
আবেগ বিপণনে বিবেক ঘুড়ির সুতোয়
খুন মেঘে মেঘে খুন লেগে আছে কনকচূড়ায়
নিজ গুণে বিলাচ্ছো ক্ষমা
আমার বেলাতেই কাৎ
নিজ গুণে বিলাচ্ছো ক্ষমা
আমার বেলাতেই কাৎ

বয়ঃসন্ধির ঝাঁজে বইছে কিশোরী হাওয়া
আমাদের ঠিক করা ছিল যেন কোথায় যাওয়া
হলো না বা কেন হবে না, কার ছিল দায়
কে খারিজ করেছিল কার দাবিদাওয়া
একই পাতে মেখো ভাত তোমার ঘুড়িতে কাটা
ছাদ ঘিরে সেজদায় মেঘেদের ভয়
আবেগ বিপণনে বিবেক ঘুড়ির সুতোয়
খুন মেঘে মেঘে খুন লেগে আছে কনকচূড়ায়
নিজ গুণে বিলাচ্ছো ক্ষমা
আমার বেলাতেই কাৎ
নিজ গুণে বিলাচ্ছো ক্ষমা
আমার বেলাতেই কাৎ

আমাদের সব লেখা অহিংস সমঝোতাই
গণতন্ত্রের বুলি বুঝে না বুঝেও আওড়াই
আমাদের সব লেখা অহিংস সমঝোতাই
গণতন্ত্রের বুলি বুঝে না বুঝেও আওড়াই
দম ছেড়ে "হুম" বলো, হুমকির মতন লাগে
ক্ষুদ্ধ কপাল ভাঁজে প্রেম-আকুতি দারুণ লাগে
একই পাতে মেখো ভাত তোমার ঘুড়িতে কাটা
ছাদ ঘিরে সেজদায় মেঘেদের ভয়
আবেগ বিপণনে বিবেক ঘুড়ির সুতোয়
খুন মেঘে মেঘে খুন লেগে আছে কনকচূড়ায়
নিজ গুণে বিলাচ্ছো ক্ষমা
আমার বেলাতেই কাৎ
নিজ গুণে বিলাচ্ছো ক্ষমা
আমার বেলাতেই কাৎ

বয়ঃসন্ধির ঝাঁজে বইছে কিশোরী হাওয়া
আমাদের ঠিক করা ছিল যেন কোথায় যাওয়া

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar