Aseer Arman - Eka Beche Thakte Shekho Priyo şarkı sözleri
Sanatçı:
Aseer Arman
albüm: Kherokhata
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে-ই শিরনি দিয়েছি, তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি
কবে ছোঁবো সাদা শাড়ি?
আমায় নিয়ে আর ভেবো না, আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো
শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব, না করেছি ক'বার?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে-ই শিরনি দিয়েছি, তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি
কবে ছোঁবো সাদা শাড়ি?
আমায় নিয়ে আর ভেবো না, আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো
শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব, না করেছি ক'বার?
তোমার মনের গতি...
তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি
আমি ধরতেও না পারি
আমি ক্যামনে যাবো বাড়ি
তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি
আমি ধরতেও না পারি
আমি ক্যামনে যাবো বাড়ি
টিকিট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে
এখন ইস্টিশনে বেজায় অন্ধকার
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে-ই শিরনি দিয়েছি, তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি
কবে ছোঁবো সাদা শাড়ি?
আমায় নিয়ে আর ভেবো না, আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো
শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব, না করেছি ক'বার?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান?
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি, তারার মাজারে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri