Aseer Arman - Norom Komol Deelruba şarkı sözleri
Sanatçı:
Aseer Arman
albüm: Norom Komol Deelruba
কিছু ঘুম আমি বন্ধক রাখলাম তোমার রঙিন টিপে
ফেরত চেয়ো, জাহাজ বোঝাই খাজনা দেবো মেপে
কিছু ঘুম আমি বন্ধক রাখলাম তোমার রঙিন টিপে
ফেরত চেয়ো, জাহাজ বোঝাই খাজনা দেবো মেপে
নরম কোমল দিলরুবা, কয়টার সময় বের হবা?
নরম কোমল দিলরুবা, কয়টার সময় বের হবা?
ছাদের ঘরে ঘুড়ি বেঁধে, ঝলমল হাসির মন্ত্র সেধে
রিকশার ডানায় চেপে
কিছু ঘুম আমি বন্ধক রাখলাম তোমার রঙিন টিপে
ফেরত চেয়ো, জাহাজ বোঝাই খাজনা দেবো মেপে
নরম কোমল দিলরুবা, কয়টার সময় বের হবা?
নরম কোমল দিলরুবা, কয়টার সময় বের হবা?
ছাদের ঘরে ঘুড়ি বেঁধে, ঝলমল হাসির মন্ত্র সেধে
রিকশার ডানায় চেপে
♪
হলুদ আলোয় সুন্দর দেখায় সুন্দর মাজার বাতি
বিকেল আলোয় আরো সুন্দর তোমার রূপের পাড়া
হলুদ আলোয় সুন্দর দেখায় সুন্দর মাজার বাতি
বিকেল আলোয় আরো সুন্দর তোমার রূপের পাড়া
ভোর হয়ে যাও, ঝড় হয়ে যাও, খোর হয়ে যাও বর্ষাতে
পার হতে চাও, ধার নিয়ে যাও, আর পেতে চাও ছাড় পেতে
♪
প্রেমের রাস্তায় ঢালাই চলছে, সতর্কতায় চলো
শাড়ি সামলে ফুটপাথ ধরে হাতটা ধরতে বলো
প্রেমের রাস্তায় ঢালাই চলছে, সতর্কতায় চলো
শাড়ি সামলে ফুটপাথ ধরে হাতটা ধরতে বলো
তোড় হয়ে যাও, ঘোর হয়ে যাও, চোর হয়ে যাও মাঝরাতে
মোড় নিবে নাও, ঘর ফিরে পাও, আর খেতে চাও এক পাতে
♪
নরম কোমল দিলরুবা, সিদ্ধান্ত নাও কই যাবা
নরম কোমল দিলরুবা, সিদ্ধান্ত নাও কই যাবা
ছাদের ঘরে ঘুড়ি বেঁধে, ঝলমল হাসির মন্ত্র সেধে
রিকশার ডানায় চেপে
কিছু ঘুম আমি বন্ধক রাখলাম তোমার রঙিন টিপে
ফেরত চেয়ো, জাহাজ বোঝাই খাজনা দেবো মেপে
কিছু ঘুম আমি বন্ধক রাখলাম তোমার রঙিন টিপে
ফেরত চেয়ো, জাহাজ বোঝাই খাজনা দেবো মেপে
নরম কোমল দিলরুবা, কয়টার সময় বের হবা?
নরম কোমল দিলরুবা, সিদ্ধান্ত নাও কই যাবা
নরম কোমল দিলরুবা, কয়টার সময় বের হবা?
নরম কোমল দিলরুবা, সিদ্ধান্ত নাও কই যাবা
নরম কোমল দিলরুবা, কয়টার সময়...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri