Nonta Biskut - Shohoj Manush şarkı sözleri
Sanatçı:
Nonta Biskut
albüm: Tor E Shohore
ভজ মানুষের চরণ দু'টি
নিত্য বস্তু হবে খাঁটি
ভজ মানুষের চরণ দু'টি
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি
মরিলে সব হবে মাটি
ত্বরা এ ভেদ লও জেনে
ত্বরা এ ভেদ লও জেনে
সহজ মানুষ ভজে দেখ না'র মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখ না'র মন দিব্যজ্ঞানে
♪
শুনি ম'লে পাবো বেহেস্তখানা
তা শুইনে তো মন মানে না
শুনি ম'লে পাবো বেহেস্তখানা
তা শুইনে তো মন মানে না
বাকীর লোভে নগদ পাওনা
বাকীর লোভে নগদ পাওনা
কে ছাড়ে এ ভুবনে?
কে ছাড়ে এ ভুবনে?
সহজ মানুষ ভজে দেখ না'র মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখ না'র মন দিব্যজ্ঞানে
সালাতুন মেরাজুন মুমেনীনা
জানতে হয় নামাজের বেনা
সালাতুন মেরাজুন মুমেনীনা
জানতে হয় নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশোনা
বিশ্বাসীদের দেখাশোনা
লালন কয় এ ভুবনে
লালন কয় এ ভুবনে
সহজ মানুষ ভজে দেখ না'র মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখ না'র মন দিব্যজ্ঞানে
পাবি রে অমূল্য নিধি
পাবি রে অমূল্য নিধি বর্তমানে
পাবি বর্তমানে
সহজ মানুষ
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri