ব্যস্ত নগরে কত মানুষ ব্যস্ত নগরে নতুন ভুবন অট্টালিকার ভিড়ে, হারানো শান্তির নিভৃতে একাকী হৃদয় নিয়ে নিঃসঙ্গ ভবঘুরে হারানো স্মৃতির মাঝে আমি ছুটে যাই মহাকালের শেষ ক্ষণে আমি মহাশূন্যের সীমান্ত পেয়েছি জীবনের কাছে অভিযাত্রী এক দুঃসহ স্মৃতি সীমানা পেরিয়ে আসছে আমার মাঝে সীমানা পেরিয়ে আসছে আশ্রয়ের সন্ধানে সীমানা পেরিয়ে আসছে আমার মাঝে সীমানা পেরিয়ে আসছে আশ্রয়ের সন্ধানে ♪ সীমানা পেরিয়ে আসছে আমার মাঝে সীমানা পেরিয়ে আসছে আশ্রয়ের সন্ধানে সীমানা পেরিয়ে আসছে আমার মাঝে সীমানা পেরিয়ে আসছে আশ্রয়ের সন্ধানে ♪ ক্রোধের অনলে আজ সম্প্রসারণ তোমার বাক কেন অনুক্ত ওই আক্রোশের অন্ধ আনুধাবন ধরণীতে আজ অস্তিত্বের সম্মোহন ছায়ার শরীরে আজ গভীর শূন্যতা ♪ হাজার শহীদ, হাজার বীর তাদের স্মরণে স্বপ্নে নিবিড় আকাশে, আকাশের ধ্রুবতারায় তারা বিদ্রোহে পথ মাড়ায় মনে থাকে প্রতিজ্ঞা কানে বাজে শিকলের গর্জন জীবন মৃত্যুর সীমানায় দূর পূর্বাকাশে সীমানা পেরিয়ে আসছে আমার মাঝে সীমানা পেরিয়ে আসছে আশ্রয়ের সন্ধানে সীমানা পেরিয়ে আসছে আমার মাঝে সীমানা পেরিয়ে আসছে আশ্রয়ের সন্ধানে সীমানা পেরিয়ে আসছে আমার মাঝে সীমানা পেরিয়ে আসছে আশ্রয়ের সন্ধানে সীমানা পেরিয়ে আসছে আমার মাঝে সীমানা পেরিয়ে আসছে আশ্রয়ের সন্ধানে