Kishore Kumar Hits

Mechanix - Prithibi 2011 şarkı sözleri

Sanatçı: Mechanix

albüm: Oporajeyo


ঝড়ে ভেসে যায়
দুর্বিনীত মানুষের সহায়
সবুজের ভেতর ধীরে
জেগে ওঠে ক্ষত শরীরে
আমরা আমাদের ভূমি সঁপেছি
ধ্বংসে এমনই গোপনে
শরীরে বিষের বসবাস
লুপ্ত মননে জাগে ত্রাস
সভ্যতার মরুভুমিতে আজ
বিবর্তনের বিদ্ধস্ত কারুকাজ
সব শেষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
সভ্যতা আজ ফেলেছি হারিয়ে

ফুসফুসে ঘাসের গন্ধ
আবার জেগে উঠবে পৃথিবীর দিন
আমরা নেইনি মেনে
এ মৃত্যু অনিশ্চিত পরিণতি

পৃথিবী দাঁড়িয়ে আজ বিপ্রতীপ
মানুষের ভুলের সীমানায়
বরফ গলা নদী বিষাক্ত ধোঁয়ায়
ডুবে যায় ধীরে দশ দিক

ফুসফুসে ঘাসের গন্ধ
আবার জেগে উঠবে পৃথিবীর দিন
আমরা নেইনি মেনে
এ মৃত্যু অনিশ্চিত পরিণতি

ফুসফুসে ঘাসের গন্ধ
আবার জেগে উঠবে পৃথিবীর দিন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar