নই, অধৈর্য নই হাসি আমার চোখেরই ভান কত রাগ, শত মুখ লুকিয়েছি অপবাদ বিশ্ব জয় করে, আরো কত খেলা মনে পরনে, স্মরণে, ভাষা নেই তবুও বলি আমরা কত কিছু মনের মধ্যে লুকিয়ে রাখি আমরাই সে কথাগুলো ইচ্ছে করে প্রকাশ করি আমরাই নিজের স্বার্থে পরের চিন্তায় মগ্ন হই আমরা পরের স্বপ্নের বাস্তবতা যাচাই করি আমার ভাষাকেই যে কত উল্টে পাল্টে করি বিক্রয় "আমিও যে গণতন্ত্রে বিশ্বাস করি" রই মুখোশেরও পিছে, লুকিয়ে রাখি দু'মুখ সরলতা মনুষ্যত্বের অস্তিত্ব নেই মাঝে মধ্যে মনে পড়ে যায় সাধারণ ছিলো যে মন আমার ছিলোনা যে আমার এ দু'মুখ সাদা কালো মুখ মাঝে মধ্যে মনে পড়ে যায় ন্যায়নিষ্ঠ কর্ম সয় নাই দুই মুখ নিয়ে কাটাই এক জীবন মুখোশ আমার অনেক প্রিয় তাই আমরা কত কিছু মনের মধ্যে লুকিয়ে রাখি আমরাই সে কথাগুলো ইচ্ছে করে প্রকাশ করি আমরাই নিজের স্বার্থে পরের চিন্তায় মগ্ন হই আমরা পরের স্বপ্নের বাস্তবতা যাচাই করি