রাতের শেষে ভোরের আগে চুপিচুপি আসো পাথর বাঁধা প্রজাপতির ডানা মেলে বসো দিনের আলোয় আমাকে ভালোবাসা মানা সাপের গানে নেচে মেতে উঠে কবুতর ছানা চাই যে তোমায়, চাঁদের কোণায় আমি বসে আছি ♪ কালো-সাদা রংধনুতে আঁকা আমার ছবি গোলাপ ফুলের ছেঁড়া পাতার কবিতার কবি বুকের আলিঙ্গনে লুকিয়ে রেখো সেই ছোঁয়া স্বপ্ন পূরণ করে দেখো বাস্তব হলো ধোঁয়া চাই যে তোমায়, চাঁদের কোণায় আমি বসে আছি সাগর চিরে, শেষের তীরে সর্বনাশী ♪ আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো অশান্তির সম্ভাবনায় ভালোবাসো আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো অশান্তির সম্ভাবনায় ভালোবাসো আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো অশান্তির সম্ভাবনায় ভালোবাসো আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো অশান্তির সম্ভাবনায় ভালোবাসো আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো অশান্তির সম্ভাবনায় ভালোবাসো আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো অশান্তির সম্ভাবনায় ভালোবাসো আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো অশান্তির সম্ভাবনায় ভালোবাসো আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো অশান্তির সম্ভাবনায় ভালোবাসো আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো অশান্তির সম্ভাবনায় ভালোবাসো