একা বেঁচে আছ, শহরের প্রিয়তমা দরজা খুলতেই উড়ে যায় একটি শালিখ একটি দাঁড়কাক ঠুকরে যায় বিশুষ্ক ঠোঁট বিশুষ্ক শাখায় জোড়া শালিখে তুমি ভুলেও তাকিয়ো না ভুলেও তাকিয়ো না প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি খুঁজে পাবে না, পাবে না, পাবে না প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি খুঁজে পাবে না, পাবে না, পাবে না ♪ দরজা খুলতেই উড়ে যায় একটি শালিখ ঘর থেকে বেরিয়েই আমারও তো মনে পড়ে যায় তুমিও homesick ঘরে বসে আজও হয়তো গড়েছিলে কাগজের নৌকো ভাসাবার জন্যে কিছুটা জল না পেয়ে ভেবেছ নদীই তোমার প্রিয় আমি বলি সব দৃশ্য একা দেখাই শ্রেয় আমি বলি সব দৃশ্য একা দেখাই শ্রেয় প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি খুঁজে পাবে না, পাবে না, পাবে না প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি খুঁজে পাবে না, পাবে না, পাবে না ♪ প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি খুঁজে পাবে না, পাবে না, পাবে না প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি খুঁজে পাবে না, পাবে না, পাবে না