মা, আমার একটা ছাতার দরকার বাইরে প্রখর রোদ আর ভেতরে ভীষণ শিলাবৃষ্টি ছাতার আশ্রয়ে বাইরে না হয় রুখি তবে ভেতরটা হবে কী করে সুখি? মা, শহর থেকে লিখছি তোমাকে এই চিঠি শহরে থাকতে এগুলো নাকি ভীষণ দরকারি ♪ মা, আমার একটা মুখোশ দরকার সবাই পরে রঙিন মুখোশ, হাসে দেখে আমার ক্ষত বিক্ষত মুখ মুখোশ জব্দ করে হেঁটে যাই কাছাকাছি তবে হৃদয়ের নৃশংসতা কী দিয়ে ঢাকি? মা, শহর থেকে লিখছি তোমাকে এই চিঠি শহরে থাকতে এগুলো নাকি ভীষণ দরকারি ♪ মা, লেখার দরকার আমার epitaph মৃত্যুর ডানা গজায় পিঠে আর শয়তান দিচ্ছে দূরে দূরে ডাক ঈশ্বর না হয় বাঁচাবে এ যাত্রায় কিন্তু আমি যদি ঈশ্বরকে না বাঁচাই? মা, এ জন্মে হারাই যদি ধড় আর মুণ্ডু তুমি কি প্রসব করবে আবার সেই অগ্নিকুণ্ডু মা, আমার একটা মুখোশ দরকার মা, আমার একটা মুখোশ দরকার মা, আমার একটা মা দরকার মা, আমার একটা মা দরকার