একদিন চুপিসারে ওই চাঁদ ভালোবেসে যদি হারাতে পারতাম প্রেমিকার হাত ছেড়ে দূর বনে একা একা প্রেমকেই ভালোবাসতাম একদিন চুপিসারে ওই চাঁদ ভালোবেসে যদি হারাতে পারতাম প্রেমিকার হাত ছেড়ে দূর বনে একা একা প্রেমকেই ভালোবাসতাম পৃথিবীর এই পথে আমি ছাড়া কেউ কি হেঁটেছিল কোনোদিন? জানি আমি শুধু জানি বোকা প্রেমিক নয় কবির চোখটি স্বপ্নিল জানি আমি শুধু জানি বোকা প্রেমিক নয় কবির চোখটি স্বপ্নিল ♪ হরিণ শিকারে গিয়ে বাঘ যদি প্রেমে পড়ে ঘটবে কি কোনো গড়মিল? শিকার শিকারি খুব ভালোবেসে কথা বলে দেখেছিল দূরে এক চিল হরিণ শিকারে গিয়ে বাঘ যদি প্রেমে পড়ে ঘটবে কি কোনো গড়মিল? শিকার শিকারি খুব ভালোবেসে কথা বলে দেখেছিল দূরে এক চিল আমি তবু ভালোবেসে সেই বাঘ হয়ে যাব আলিঙ্গনে হব নীল জানে কবি শুধু জানে ছন্দের ব্যাকরণে জীবন মানেই গড়মিল জানে কবি শুধু জানে ছন্দের ব্যাকরণে জীবন মানেই গড়মিল ♪ একদিন চুপিসারে ওই চাঁদ ভালোবেসে যদি হারাতে পারতাম প্রেমিকার হাত ছেড়ে দূর বনে একা একা প্রেমকেই ভালোবাসতাম একদিন চুপিসারে ওই চাঁদ ভালোবেসে যদি হারাতে পারতাম প্রেমিকার হাত ছেড়ে দূর বনে একা একা প্রেমকেই ভালোবাসতাম পৃথিবীর এই পথে আমি ছাড়া কেউ কি হেঁটেছিল কোনোদিন জানি আমি শুধু জানি বোকা প্রেমিক নয় কবির চোখটি স্বপ্নিল জানে কবি শুধু জানে ছন্দের ব্যাকরণে জীবন মানেই গড়মিল