Parvez Sazzad - Shonogo dokhina hawa şarkı sözleri
Sanatçı:
Parvez Sazzad
albüm: The Brotherhood Project (International Release)
শোনো গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি
শোনো গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিলো মধু লগনেতে, বাড়ালো পিয়াসা
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিলো মধু লগনেতে, বাড়ালো পিয়াসা
উতলা করেছে মোরে আমারই ভালোবাসা
অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি
শোনো গো মধুর হাওয়া
প্রেম করেছি আমি
♪
দহন বেলাতে আমি প্রেমের তাপসী
বরষাতে প্রেম ধারা, শরতের শশী
দহন বেলাতে আমি প্রেমের তাপসী
বরষাতে প্রেম ধারা, শরতের শশী
রচি গো হেমন্তে মায়া, শীতেতে উদাসী
হয়েছি বসন্তে আমি বাসনাবিলাসী
শোনো গো নদীর হাওয়া
প্রেম করেছি আমি
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিলো মধু লগনেতে, বাড়ালো পিয়াসা
উতলা করেছে মোরে আমারই ভালোবাসা
অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি
শোনো গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি
শোনো গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি
শোনো গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি
শোনো গো দখিন হাওয়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri