Parvez Sazzad - Tumi eshe chille porshu şarkı sözleri
Sanatçı:
Parvez Sazzad
albüm: The Brotherhood Project (International Release)
তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি?
তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি?
তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি?
কাল কেনো আসনি? কাল ভালোবাসনি?
কাল কেনো আসনি? কাল ভালোবাসনি?
তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি?
নদী...
নদী...
নদী যদি হয় রে ভরাট কানায় কানায়
হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়?
নদী যদি হয় রে ভরাট কানায় কানায়
হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়?
তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি?
কাল কেন আসনি? কাল ভালোবাসনি?
তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি?
আকাশে...
আকাশে...
আকাশে ছিলনা বলে হায়, চাঁদের পালকী
তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি!
আকাশে ছিলনা বলে হায়, চাঁদের পালকী
তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি!
তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি
কাল কেন আসনি? কাল ভালোবাসনি?
তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি?
তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি?
তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি?
তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি?
তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি?
তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি?
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri