Kishore Kumar Hits

Mrinal Bandopadhyay - Tomar Barir Samne Diye şarkı sözleri

Sanatçı: Mrinal Bandopadhyay

albüm: Tumi Kato Sundar


তোমার বাড়ির সামনে দিয়ে
আমার মরণযাত্রা যেদিন যাবে
মরণযাত্রা যেদিন যাবে
তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
শেষ দেখাটা দেখতে পাবে
মরণযাত্রা যেদিন যাবে

আমায় দেখতে তোমায় দেয়নি যারা
জানবে না যে কেউ তো তারা
আমি পাথর চোখের দৃষ্টি দিয়ে
দেখবো তোমায় বিভোর ভাবে
মরণযাত্রা যেদিন যাবে

তুমি ফুল ছুঁড়ো না ওপর থেকে
একটু ফেলো দীর্ঘনিঃশ্বাস
আমার শিয়রে জ্বলা ধূপের ধোঁয়ায়
ওটাই হবে সুখের বাতাস
তুমি ফুল ছুঁড়ো না ওপর থেকে

যদি নতুন কোনো জন্ম থাকে
পাবো দু'জন দু'জনাকে
সেদিন নতুন হয়ে আসবো কাছে
তখন তোমায় কে আটকাবে?
মরণযাত্রা যেদিন যাবে
তোমার বাড়ির সামনে দিয়ে
আমার মরণযাত্রা যেদিন যাবে
মরণযাত্রা যেদিন যাবে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar