Kishore Kumar Hits

Ajoy Das - Dekhe Elam Ruper Agun şarkı sözleri

Sanatçı: Ajoy Das

albüm: Evergreen - Manna Dey


দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা
দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা
চোখ দুটোতে তুক আছে ভাই
খেয়ে গেলাম ভ্যাবাচ্যাকা
দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা
চোখ দুটো তে তুক আছে ভাই
খেয়ে গেলাম ভ্যাবাচ্যাকা
দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা
আলোনেভা রাতটা যেমন
চুল তার কালো তেমন
আলোনেভা রাতটা যেমন
চুল তার কালো তেমন
সেই চুল ছিল বাঁধা এমন
যেন প্রজাপতি মেলছে পাখা
আহা চোখ দুটো তে তুক আছে ভাই
খেয়ে গেলাম ভ্যাবাচ্যাকা
দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা
অতএব কিংকর্তব্যবিমূঢ় হয়ে
বলতে হলো, "সেলাম, মেম সাহেব"
অতএব কিংকর্তব্যবিমূঢ় হয়ে
বলতে হলো, "সেলাম, মেম সাহেব", driver তো
রাগটাও চটকদারি
আহা বেশ মনোহারি
রাগটাও চটকদারি
আহা বেশ মনোহারি
পছন্দ তোর বলিহারি
এত সুন্দরি যায় না দেখা, বাহ!
চোখ দুটো তে তুক আছে ভাই
খেয়ে গেলাম ভ্যাবাচ্যাকা
দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা
চোখ দুটো তে তুক আছে ভাই
খেয়ে গেলাম ভ্যাবাচ্যাকা
দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা
দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar