যেতে যেতে কোথায় এলাম, বলো তো জানি না কোনখানে পৌঁছে গেলাম, বলো তো জানি না বলো তো, এদেশের নাম কী? বলো তো, এদেশের নাম কী? জানি না তো এর নাম সুখের পৃথিবী এখানেই আমরা থাকবো, থাকবো সত্যি? এর নাম সুখের পৃথিবী এখানেই আমরা থাকবো, থাকবো এর নাম সুখের পৃথিবী তাই বুঝি এখানের আকাশটা এত বেশি সোনা রোদমাখা, সোনা রোদমাখা পাখিগুলো দল বেধে যত পারে তত দূরে মেলে দেয় পাখা, মেলে দেয় পাখা ওই রং, ওই ছবি যখন খুশি যতটা খুশি তোমার চোখের ওই পাতাটায় আঁকবো এখানেই আমরা থাকবো, থাকবো এর নাম সুখের পৃথিবী তাই বুঝি যা-ই দেখি এই চোখে এত বেশি ভালো লেগে যায়, ভালো লেগে যায় এই ফুল প্রজাপতি, ওই নদী এই তরী এত গান গায়, এত গান গায় ওই সুর এই কথা যখন খুশি যতটা খুশি গান করে প্রাণ ভরে রাখবো এখানেই আমরা থাকবো, থাকবো এর নাম সুখের পৃথিবী এখানেই আমরা থাকবো, থাকবো এর নাম সুখের পৃথিবী