সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা ফুলগুলি মোর বেদনার রং মাখা সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা ♪ আসিবে যখন ফিরে আবার এ মন্দিরে আসিবে যখন ফিরে আবার এ মন্দিরে চরণে দলিও আলপনা মোর অশ্রুর জলে আঁকা ফুলগুলি মোর বেদনার রং মাখা সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা ♪ বিরহ-মলিন বন-তুলসীর শুকানো মালিকাখানি ফেলিবার আগে ধন্য করিও একটু পরশ দানি' যেতে এই পথ 'ধরে যদি মোরে মনে পড়ে যেতে এই পথ 'ধরে যদি মোরে মনে পড়ে যমুনার জলে ভাসাইয়া দিও একটি মাধবী শাখা ফুলগুলি মোর বেদনার রং মাখা সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা ফুলগুলি মোর বেদনার রং মাখা সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা