Kishore Kumar Hits

Nirmala Mishra - Sanjher Anchole şarkı sözleri

Sanatçı: Nirmala Mishra

albüm: Abar Bhalobashar Sadh Jaage


সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা
সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা
ফুলগুলি মোর বেদনার রং মাখা
সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা

আসিবে যখন ফিরে
আবার এ মন্দিরে
আসিবে যখন ফিরে
আবার এ মন্দিরে
চরণে দলিও আলপনা মোর
অশ্রুর জলে আঁকা
ফুলগুলি মোর বেদনার রং মাখা
সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা

বিরহ-মলিন বন-তুলসীর
শুকানো মালিকাখানি
ফেলিবার আগে ধন্য করিও
একটু পরশ দানি'
যেতে এই পথ 'ধরে
যদি মোরে মনে পড়ে
যেতে এই পথ 'ধরে
যদি মোরে মনে পড়ে
যমুনার জলে ভাসাইয়া দিও
একটি মাধবী শাখা
ফুলগুলি মোর বেদনার রং মাখা
সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা
ফুলগুলি মোর বেদনার রং মাখা
সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar