Kishore Kumar Hits

Nirmala Mishra - Elo Oi Bonante şarkı sözleri

Sanatçı: Nirmala Mishra

albüm: Abar Bhalobashar Sadh Jaage


এল ঐ বনান্তে পাগল বসন্ত
এল ঐ বনান্তে পাগল বসন্ত
বনে বনে মনে মনে রঙ সে ছড়ায় রে
চঞ্চল তরুণ দুরন্ত
এল ঐ বনান্তে পাগল বসন্ত

বাঁশিতে বাজায় সে বিধুর
পরজ বসন্তের সুর
পান্ডু কপোলে জাগে রঙ নব অনুরাগে
রাঙা হল ধূসর দিগন্ত
এল ঐ বনান্তে পাগল বসন্ত

কিশলয় পর্ণে অশান্ত
ওড়ে তার অঞ্চল প্রান্ত
পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার
ফুলে ফুলে হাসি অফুরন্ত
এলোমেলো দখিনা মলয় রে
প্রলাপ বকিছে বনময় রে
অকারণ মন-মাঝে বিরহের বেণু বাজে
জেগে ওঠে বেদনা ঘুমন্ত
এল ঐ বনান্তে পাগল বসন্ত

কিশলয় পর্ণে অশান্ত
ওড়ে তার অঞ্চল প্রান্ত
পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার
ফুলে ফুলে হাসি অফুরন্ত
এলোমেলো দখিনা মলয় রে
প্রলাপ বকিছে বনময় রে
অকারণ মন-মাঝে বিরহের বেণু বাজে
জেগে ওঠে বেদনা ঘুমন্ত
এল ঐ বনান্তে পাগল বসন্ত
বনে বনে মনে মনে রঙ সে ছড়ায় রে
চঞ্চল তরুণ দুরন্ত
এল ঐ বনান্তে, এল ঐ বনান্তে
এল ঐ বনান্তে পাগল বসন্ত

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar