চমকে চমকে ভীরু ভীরু পায়ে পল্লী-বালিকা বন-পথে যায় একেলা বন-পথে যায় চমকে চমকে ভীরু ভীরু পায়ে পল্লী-বালিকা বন-পথে যায় একেলা বন-পথে যায় ♪ শাড়ি তার কাঁটা লতায় জড়িয়ে জড়িয়ে যায় শাড়ি তার কাঁটা লতায় জড়িয়ে জড়িয়ে যায় পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে যেন তার তনুর পরশ চায় একেলা বন-পথে যায় চমকে চমকে ভীরু ভীরু পায়ে পল্লী-বালিকা বন-পথে যায় একেলা বন-পথে যায় ♪ শিরীষের পাতায় নূপুর বাজে তার ঝুমুর ঝুমুর শিরীষের পাতায় নূপুর বাজে তার ঝুমুর ঝুমুর কুসুম ঝরিয়া মরিতে চাহে তারি কবরীতে পাখি গায় পাতার ঝরোকায় একেলা বন-পথে যায় চাহি তার নীল নয়নে হরিণী লুকায় বনে চাহি তার নীল নয়নে হরিণী লুকায় বনে হাতে তার কাঁকন হতে মাধবী লতা কাঁদে ভ্রমরা কুন্তলে লুকায় একেলা বন-পথে যায় চমকে চমকে ভীরু ভীরু পায়ে পল্লী-বালিকা বন-পথে যায় একেলা বন-পথে যায় চমকে চমকে ভীরু ভীরু পায়ে পল্লী-বালিকা বন-পথে যায় একেলা বন-পথে যায় পল্লী-বালিকা বন-পথে যায় একেলা বন-পথে যায় পল্লী-বালিকা বন-পথে যায় একেলা বন-পথে যায়