Mita Chatterjee - Bristi thamar sesher sure şarkı sözleri
Sanatçı:
Mita Chatterjee
albüm: Pardesia
বৃষ্টি থামার শেষের সুরে চিলেকোঠার ফাঁকে
ছোট্ট চড়াই ছাড়ছে পালক রোদের আদর মেখে
ও, বৃষ্টি থামার শেষের সুরে চিলেকোঠার ফাঁকে
ছোট্ট চড়াই ছাড়ছে পালক রোদের আদর মেখে
ও, বৃষ্টি থামার শেষের সুরে
♪
ছাদের কোনায় জল এঁকেছে ছোট্ট নদীরেখা
শ্যাওলা-সবুজ টেরাকোটায় বইছে নদী একা
ছাদের কোনায় জল এঁকেছে ছোট্ট নদীরেখা
শ্যাওলা-সবুজ টেরাকোটায় বইছে নদী একা
উড়ে এসে বসলো চড়াই ছোট্ট নদীর বাঁকে
বৃষ্টি থামার শেষের সুরে চিলেকোঠার ফাঁকে
ছোট্ট চড়াই ছাড়ছে পালক রোদের আদর মেখে
ও, বৃষ্টি থামার শেষের সুরে
♪
নদীর সাথে গল্প করে কাটলো সময় ভালো
বললো পাখি এবার যে তার যাওয়ার সময় হলো
নদীর সাথে গল্প করে কাটলো সময় ভালো
বললো পাখি এবার যে তার যাওয়ার সময় হলো
দূর আকাশে মেললো ডানা নদীর ছবি চোখে
বৃষ্টি থামার শেষের সুরে চিলেকোঠার ফাঁকে
ছোট্ট চড়াই ছাড়ছে পালক রোদের আদর মেখে
ও, বৃষ্টি থামার শেষের সুরে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri