Mita Chatterjee - Oai Je Aakash Bhora şarkı sözleri
Sanatçı:
Mita Chatterjee
albüm: Chokher Taray
ওই যে আকাশ ভরা সোনা সোনা রোদ
শিশির ভেজানো হাওয়া বললো হেসে
তুমি আসবে
ওই যে আকাশ ভরা সোনা সোনা রোদ
শিশির ভেজানো হাওয়া বললো হেসে
তুমি আসবে
কেন জানি না মন বলছে আবার
কেউ তো আমায় ভালোবাসবে
ওই যে আকাশ ভরা সোনা সোনা রোদ
শিশির ভেজানো হাওয়া বললো হেসে
তুমি আসবে
♪
ওই বহে ঝিরিঝিরি হাওয়া
ও, এমন মধুর দিনে শুধু ভালোবাসা নিয়ে
হবে কি তোমায় কাছে পাওয়া?
ওই বহে ঝিরিঝিরি হাওয়া
ও, এমন মধুর দিনে শুধু ভালোবাসা নিয়ে
হবে কি তোমায় কাছে পাওয়া?
আজ সব ছাড়িয়ে চলো যাই হারিয়ে
প্রেমের জোয়ারে মন ভাসবে
ওই যে আকাশ ভরা সোনা সোনা রোদ
শিশির ভেজানো হাওয়া বললো হেসে
তুমি আসবে
♪
ওই দেখো আজ ফুলে ফুলে
ও, গুনগুন গানে গানে ভ্রমরেরা জাল বুনে
কত কথা যায় ওরা বলে
ওই দেখো আজ ফুলে ফুলে
ও, গুনগুন গানে গানে ভ্রমরেরা জাল বুনে
কত কথা যায় ওরা বলে
কেন বোঝো না, শুধু কাঁটা বুকে
ফুল কি বেদনা ভুলে হাসবে?
ওই যে আকাশ ভরা সোনা সোনা রোদ
শিশির ভেজানো হাওয়া বললো হেসে
তুমি আসবে
কেন জানি না মন বলছে আবার
কেউ তো আমায় ভালোবাসবে
ওই যে আকাশ ভরা সোনা সোনা রোদ
শিশির ভেজানো হাওয়া বললো হেসে
তুমি আসবে
বললো হেসে
তুমি আসবে
বললো হেসে
তুমি আসবে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri