O Sangi ও সঙ্গী (Mita Chatterjee) ও সঙ্গী ও সঙ্গী ও সঙ্গী ও সঙ্গী শোন্ নাকি এবাহাড়, মিলনের সুরে সুরে ভালোবাসা ডাকে বারে বারে সুখেরই ছোঁয়া তে, আমাকে রাঙাতে পারো যদি এসো একবারর... তুমি যে আমার ওগো! তুমি যে আমার তুমি যে আমার ওগো! তুমি যে আমার ও সঙ্গী ও সঙ্গী ও সঙ্গী ও সঙ্গী (কাতর) উদাসী হাওয়ায় গোধূলি বেলায়... তোমাকে, এ মন পেতে চায় কি ক্ষতি যদি, হৃদয়ের নদী... মোহনায় মিশে যেতে চায় প্রেমেরই বাঁধনে! আমাকে জড়াতে পারো যদি এসো একবারর... তুমি যে আমার ওগো! তুমি যে আমার তুমি যে আমার ওগো! তুমি যে আমার ও সঙ্গী ও সঙ্গী ও সঙ্গী ও সঙ্গী (কাতর) চাঁদেরই আলোই, ভাঙনা রং-এ তোমারই ছবি এঁকে যায় মনেই খাতায়, স্মৃতিরই পাতায় তোমারই কথা লিখে যায় সোহাগের পরশে, আমাকে দোলাতে যদি পারো এসো একবারর... তুমি যে আমার ওগো! তুমি যে আমার তুমি যে আমার ওগো! তুমি যে আমার ও সঙ্গী ও সঙ্গী ও সঙ্গী ও সঙ্গী শোন্ নাকি এবাহাড়, মিলনের সুরে সুরে ভালোবাসা ডাকে বারে বারে সুখেরই ছোঁয়া তে, আমাকে রাঙাতে পারো যদি এসো একবারর... তুমি যে আমার ওগো! তুমি যে আমার তুমি যে আমার ওগো! তুমি যে আমার ও সঙ্গী ও সঙ্গী ও সঙ্গী ও সঙ্গী (কাতর) ও সঙ্গী ও সঙ্গী ও সঙ্গী ও সঙ্গী (কাতর)