Kishore Kumar Hits

Nachiketa Chakraborty - Bhalobasha Kothay şarkı sözleri

Sanatçı: Nachiketa Chakraborty

albüm: 61 Gorpar Lane


তোমার সকাল, তোমার বিকেল জড়িয়ে তোমার ছাদ
তোমার সকাল, তোমার বিকেল জড়িয়ে তোমার ছাদ
যখন তখন যাবে ছোঁয়া বাড়িয়ে দিলেই হাত
ভাঙা বাড়ির নোনা দেয়াল, আলো-ছায়ার আজব খেয়াল
ভাঙা মনের মতো নিথর, খুঁজে নেয়া গোপন বিবর
স্মৃতির ধারাপাত
তোমার সকাল, তোমার বিকেল জড়িয়ে তোমার ছাদ
ভালোবাসা কোথায়?
সে কি বিষণ্ণতায়?
না কি এক ইমারত?
না কি এক হয়ে যাওয়ায়?

শরীরেতে শরীর মিশে গড়ে ওঠে শরীর
ডুবে যাওয়ার মতো সাজায়, যা ছিল অগভীর
শরীরেতে শরীর মিশে গড়ে ওঠে শরীর
ডুবে যাওয়ার মতো সাজায়, যা ছিল অগভীর
ছুঁয়ে দিলে বোঝা কি যায়, কে ঠিক পরশপাথর?
অর্থবিহীন কথাদেরও তো থাকে কোন আখর
ভাঙা বাড়ির নোনা দেয়াল, আলো-ছায়ার আজব খেয়াল
ভাঙা মনের মতো নিথর, খুঁজে নেয়া গোপন বিবর
স্মৃতির ধারাপাত
তোমার সকাল, তোমার বিকেল জড়িয়ে তোমার ছাদ
ভালোবাসা কোথায়?
সে কি বিষণ্ণতায়?
না কি এক ইমারত?
না কি এক হয়ে যাওয়ায়?

নিকষ রাতে বুকে হেঁটে চোখে আসে ঘুম
ঘুমের ছোঁয়া নিয়ন এ রাতকে দেয় করে নিঝুম
নিকষ রাতে বুকে হেঁটে চোখে আসে ঘুম
ঘুমের ছোঁয়া নিয়ন এ রাতকে দেয় করে নিঝুম
বুঝিয়ে যায় বিষণ্ণতায়, কে দিন বা কে রাত
হাতে-হাতে জড়ানো হাত, না কি সংঘাত
ভাঙা বাড়ির নোনা দেয়াল, আলো-ছায়ার আজব খেয়াল
ভাঙা মনের মতো নিথর, খুঁজে নেয়া গোপন বিবর
স্মৃতির ধারাপাত
তোমার সকাল, তোমার বিকেল জড়িয়ে তোমার ছাদ
ভালোবাসা কোথায়?
সে কি বিষণ্ণতায়?
না কি এক ইমারত?
না কি এক হয়ে যাওয়ায়?

কার চোখে কত জল, মাপে কোন জন?
সিঁড়িভাঙার অঙ্কে শুধুই আরোহণ
কার চোখে কত জল, মাপে কোন জন?
সিঁড়িভাঙার অঙ্কে শুধুই আরোহণ
যতই রঙিন সাজুক শরীর, চিতাতে বর্ণহীন
কাটুক যতই স্বপন ঘিরে দিন-প্রতিদিন
ভাঙা বাড়ির নোনা দেয়াল, আলো-ছায়ার আজব খেয়াল
ভাঙা মনের মতো নিথর, খুঁজে নেয়া গোপন বিবর
স্মৃতির ধারাপাত
তোমার সকাল, তোমার বিকেল জড়িয়ে তোমার ছাদ
ভালোবাসা কোথায়?
সে কি বিষণ্ণতায়?
না কি এক ইমারত?
না কি এক হয়ে যাওয়ায়?
ভালোবাসা কোথায়?
সে কি বিষণ্ণতায়?
না কি এক ইমারত?
না কি এক হয়ে যাওয়ায়?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar