Kishore Kumar Hits

Dwijen Mukherjee - Jaboi Ami Jaboi şarkı sözleri

Sanatçı: Dwijen Mukherjee

albüm: Aamaro Parano Jaha Chai (Rabindra Sangeet)


যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই
যাবই আমি যাবই
লক্ষ্মীরে হারাবই যদি, অলক্ষ্মীরে পাবই
যাবই আমি যাবই

সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাঁড়ি
কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পাড়ি
কোন তারকা লক্ষ্য করি কূল-কিনারা পরিহরি
কোন দিকে যে বাইব তরী বিরাট কালো নীরে
মরব না, মরব না
মরব না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে
নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা
শৈলচূড়ায় নীড় বেঁধেছে সাগরবিহঙ্গেরা
নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে ডাকে
ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগনদী
সাত রাজার ধন মানিক পাব, মানিক পাব সেথায় নামি যদি
আমি যাবই, আমি যাবই

হেরো সাগর উঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে
হেরো সাগর উঠে তরঙ্গিয়া
সূর্য যেথায় অস্তে নামে, ঝিলিক মারে, ঝিলিক মারে মেঘে
হেরো সাগর উঠে তরঙ্গিয়া
দক্ষিণে চাই, উত্তরে চাই, ফেনায় ফেনা, আর কিছু নাই
কিছু নাই, কিছু নাই
যদি কোথাও কূল নাহি পাই তল পাব তো তবু
ভিটার কোণে হতাশমনে রইব না, রইব না আর কভু
আমি যাবই, আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই
যাবই আমি যাবই
অকূল-মাঝে ভাসিয়ে তরী যাচ্ছি অজানায়
আমি শুধু একলা নেয়ে আমার শূন্য নায়
অকূল-মাঝে ভাসিয়ে তরী যাচ্ছি অজানায়
আমি শুধু একলা নেয়ে আমার শূন্য নায়
নব নব পবনভরে যাব দ্বীপে দ্বীপান্তরে, যাব
নব নব পবনভরে যাব দ্বীপে দ্বীপান্তরে, যাব
নেব তরী পূর্ণ করে অপূর্ব ধন যত
ভিখারি মন ফিরবে যখন ফিরবে, ফিরবে রাজার মতো
আমি যাবই, আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই
যাবই আমি যাবই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar