Dwijen Mukherjee - Ora Akarane Chanchal şarkı sözleri
Sanatçı:
Dwijen Mukherjee
albüm: Tumi Kemon Kore Gan Koro
ওরা অকারণে চঞ্চল
ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল
ওরা অকারণে চঞ্চল
♪
ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো
দিকে দিকে ওরা কী খেলা খেলালো
ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো
দিকে দিকে ওরা কী খেলা খেলালো
মর্মরতানে প্রাণে ওরা আনে কৈশোরকোলাহাল
ওরা অকারণে চঞ্চল
♪
ওরা কান পেতে শোনে গগনে গগনে
নীরবের কানাকানি
নীলিমার কোন বাণী
ওরা কান পেতে শোনে গগনে গগনে
নীরবের কানাকানি
নীলিমার কোন বাণী
ওরা প্রাণঝরনার উচ্ছল ধার
ঝরিয়া ঝরিয়া বহে অনিবার
ওরা প্রাণঝরনার উচ্ছল ধার
ঝরিয়া ঝরিয়া বহে অনিবার
চির তাপসিনী ধরণীর
ওরা শ্যামশিখা হোমানল
ওরা অকারণে চঞ্চল
♪
ওরা কান পেতে শোনে গগনে গগনে
নীরবের কানাকানি
নীলিমার কোন বাণী
ওরা কান পেতে শোনে গগনে গগনে
নীরবের কানাকানি
নীলিমার কোন বাণী
ওরা প্রাণঝরনার উচ্ছল ধার
ঝরিয়া ঝরিয়া বহে অনিবার
ওরা প্রাণঝরনার উচ্ছল ধার
ঝরিয়া ঝরিয়া বহে অনিবার
চির তাপসিনী ধরণীর
ওরা শ্যামশিখা হোমানল
ওরা অকারণে চঞ্চল
ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল
ওরা অকারণে চঞ্চল
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri