Dwijen Mukherjee - Oi Asantaler Matir şarkı sözleri
Sanatçı:
Dwijen Mukherjee
albüm: Tumi Kemon Kore Gan Koro
ওই আসনতলের
ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব
ওই আসনতলের
ওই আসনতলের
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব
ওই আসনতলের
ওই আসনতলের
♪
কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ
কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ
চিরজনম-
ওহে চিরজনম এমন করে ভুলিয়ো নাকো
চিরজনম এমন করে ভুলিয়ো নাকো
অসম্মানে আনো টেনে পায়ে তব
অসম্মানে আনো টেনে পায়ে তব
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব
ওই আসনতলের
ওই আসনতলের
♪
আমি তোমার যাত্রীদলের রব পিছে
স্থান দিয়ো হে আমায়
স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে
আমি তোমার যাত্রীদলের রব পিছে
স্থান দিয়ো হে আমায়
স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে
প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে
প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে
আমি কিছুই-
ওহে আমি কিছুই চাইব না তো রইব চেয়ে
আমি কিছুই চাইব না তো রইব চেয়ে
সবার শেষে বাকি যা রয় তাহাই লব
সবার শেষে বাকি যা রয় তাহাই লব
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব
ওই আসনতলের
ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব
ওই আসনতলের
ওই আসনতলের
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri