Kishore Kumar Hits

Dwijen Mukherjee - Shiter Bone Kon Se şarkı sözleri

Sanatçı: Dwijen Mukherjee

albüm: Eso Ritu Sangete Dhara Dao


শীতের বনে কোন সে কঠিন আসবে বলে
শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে

আমলকি-ডাল সাজল কাঙাল, খসিয়ে দিল পল্লবজাল
কাশের হাসি হাওয়ায় হাওয়ায় ভাসি যায়, যায় যে চলে
শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে
শীতের বনে কোন সে কঠিন আসবে বলে
শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে

সইবে না সে পাতায় ঘাসে চঞ্চলতা
তাই তো আপন রঙ ঘুচালো ঝুমকোলতা
সইবে না সে পাতায় ঘাসে চঞ্চলতা
তাই তো আপন রঙ ঘুচালো ঝুমকোলতা
উত্তরবায় জানায় শাসন, পাতল তপের শুষ্ক আসন
উত্তরবায় জানায় শাসন, পাতল তপের শুষ্ক আসন
সাজ-খসাবার হায় এই লীলা কার অট্টরোলে
শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে
শীতের বনে কোন সে কঠিন আসবে বলে
শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar