Kishore Kumar Hits

Dwijen Mukherjee - Eso Go Jwele Diye Jao şarkı sözleri

Sanatçı: Dwijen Mukherjee

albüm: Eso Ritu Sangete Dhara Dao


এসো গো
জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
বিজন ঘরের কোণে
এসো গো
নামিল শ্রাবণসন্ধ্যা
কালো ছায়া ঘনায় বনে বনে
এসো গো

আনো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায়
যূথীমালিকার মৃদু গন্ধে
আনো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায়
যূথীমালিকার মৃদু গন্ধে
নীলবসন-অঞ্চল-ছায়া
সুখরজনী-সম মেলুক মনে
এসো গো

হারিয়ে গেছে মোর বাঁশি
আমি কোন সুরে ডাকি তোমারে
হারিয়ে গেছে মোর বাঁশি
আমি কোন সুরে ডাকি তোমারে
পথে চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি
শুনিতে পাও কি তাহার বাণী?
পথে চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি
শুনিতে পাও কি তাহার বাণী?
কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে?
এসো গো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar