Kishore Kumar Hits

Dwijen Mukherjee - Aji Ei Gandhobidhur şarkı sözleri

Sanatçı: Dwijen Mukherjee

albüm: Madhur Alas Madhur Abesh


আমি পূজা পর্যায়ের গান শেষ করলাম
এখন বিচিত্র থেকে বসন্তের একটি গান শোনাচ্ছি
তার পরে প্রেম পর্যায়ে আসবো

আজি এই গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে
গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে

আজি ক্ষুব্ধ নীলাম্বরমাঝে
একি চঞ্চল ক্রন্দন বাজে
আজি ক্ষুব্ধ নীলাম্বরমাঝে
একি চঞ্চল ক্রন্দন বাজে
সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত
লাগে মোর চিন্তায় কাজে
আমি খুঁজি কারে অন্তরে মনে
গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে

ওগো, জানি না কী নন্দনরাগে
সুখে উৎসুক যৌবন জাগে
ওগো, জানি না কী নন্দনরাগে
সুখে উৎসুক যৌবন জাগে
আজি আম্রমুকুলসৌগন্ধে
নব পল্লবমর্মরছন্দে
আজি আম্রমুকুলসৌগন্ধে
নব পল্লবমর্মরছন্দে
চন্দ্রকিরণসুধাসিঞ্চিত অম্বরে
অশ্রুসরস মহানন্দে
আমি পুলকিত কার পরশনে
গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে
গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar