Kishore Kumar Hits

Dwijen Mukherjee - Patra Khana Jay şarkı sözleri

Sanatçı: Dwijen Mukherjee

albüm: Oei Janalar Kachhe


পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে
আছে অঞ্জলি মোর, আছে অঞ্জলি মোর
প্রসাদ দিয়ে দাও না পুরে
দাও, দাও না পুরে
পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে
আছে অঞ্জলি মোর, আছে অঞ্জলি মোর
প্রসাদ দিয়ে দাও না পুরে
দাও, দাও না পুরে
পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে

সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই
সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই
ছড়াছড়ি যায় সে যে ওই যেখানে চাই
বড়ো আপন কাছের জিনিস রইল দূরে
হৃদয় আমার সহজ সুধায় দাও না পুরে
দাও, দাও না পুরে
পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে

বারে বারে চাইব না, চাইব না আর মিথ্যা টানে
ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে
বারে বারে চাইব না, চাইব না আর মিথ্যা টানে
ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে
বাসা বাঁধার বাঁধনখানা যাক না টুটে
অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে
শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরে
হৃদয় আমার সহজ সুধায় দাও না পুরে
দাও, দাও না পুরে
পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে
আছে অঞ্জলি মোর, আছে অঞ্জলি মোর
প্রসাদ দিয়ে দাও না পুরে
দাও, দাও না পুরে
পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar