Dwijen Mukherjee - Gaaner Jharna Talay şarkı sözleri
Sanatçı:
Dwijen Mukherjee
albüm: Oei Janalar Kachhe
গানের ঝরনাতলায়
তুমি সাঁঝের বেলায় এলে
ঝরনাতলায়
♪
গানের ঝরনাতলায়
তুমি সাঁঝের বেলায় এলে
ঝরনাতলায়
দাও, দাও, দাও আমারে
সোনার-বরন সুরের ধারা ঢেলে
গানের ঝরনাতলায়
তুমি সাঁঝের বেলায় এলে
ঝরনাতলায়
দাও, দাও, দাও আমারে
সোনার-বরন সুরের ধারা ঢেলে
গানের ঝরনাতলায়
♪
যে সুর গোপন গুহা হতে
ছুটে আসে আকুল স্রোতে
যে সুর গোপন গুহা হতে
ছুটে আসে আকুল স্রোতে
কান্নাসাগর-পানে যে যায়, যায় গো
বুকের পাথর ঠেলে
গানের ঝরনাতলায়
তুমি সাঁঝের বেলায় এলে
ঝরনাতলায়
♪
যে সুর উষার বাণী বয়ে
আকাশে যায় ভেসে
রাতের কোলে যায় গো চলে
সোনার হাসি হেসে
যে সুর উষার বাণী বয়ে
আকাশে যায় ভেসে
যে সুর চাঁপার পেয়ালা ভরে
দেয় আপনায় উজাড় করে
যে সুর চাঁপার পেয়ালা ভরে
দেয় আপনায় উজাড় করে
যায়, যায়, যায় চলে যায়
চৈত্রদিনের মধুর খেলা খেলে
গানের ঝরনাতলায়
তুমি সাঁঝের বেলায় এলে
ঝরনাতলায়
দাও, দাও, দাও আমারে
সোনার-বরন সুরের ধারা ঢেলে
গানের ঝরনাতলায়
তুমি সাঁঝের বেলায় এলে
ঝরনাতলায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri