Dwijen Mukherjee - Ekoda Ki Jani Kon şarkı sözleri
Sanatçı:
Dwijen Mukherjee
albüm: Sandhar Meghmala
একদা কী জানি কোন পুণ্যের ফলে, ওগো সুন্দর
একদা কী জানি কোন পুণ্যের ফলে
আমি বনফুল তোমার মালায় ছিলাম তোমার গলে
কোন পুণ্যের ফলে, ওগো সুন্দর
♪
তখন প্রভাতে প্রথম তরুণ আলো
ঘুম-ভাঙা চোখে ধরার লেগেছে ভালো
তখন প্রভাতে প্রথম তরুণ আলো
ঘুম-ভাঙা চোখে ধরার লেগেছে ভালো
বিভাসে ললিতে নবীনের বীণা বেজেছে জলে স্থলে
কোন পুণ্যের ফলে, ওগো সুন্দর
♪
আজি এ ক্লান্ত দিবসের অবসানে
লুপ্ত আলোয়, পাখির সুপ্ত গানে
শ্রান্তি-আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরাতলে
সন্ধ্যাবাতাসে অন্ধকারের পারে
পিছে পিছে তব উড়ায়ে চলুক তারে
সন্ধ্যাবাতাসে অন্ধকারের পারে
পিছে পিছে তব উড়ায়ে চলুক তারে
ধুলায় ধুলায় দীর্ণ জীর্ণ না হোক সে পলে পলে
কোন পুণ্যের ফলে, ওগো সুন্দর
একদা কী জানি কোন পুণ্যের ফলে, ওগো সুন্দর
একদা কী জানি কোন পুণ্যের ফলে
আমি বনফুল তোমার মালায় ছিলাম তোমার গলে
কোন পুণ্যের ফলে, ওগো সুন্দর
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri