Kishore Kumar Hits

Dwijen Mukherjee - Mone Ki Dwidha Rekhe Gele Chole şarkı sözleri

Sanatçı: Dwijen Mukherjee

albüm: Tomari E Dware


মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফেরালে মুখখানি
কী কথা ছিল যে মনে মনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে

তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি
তুমি আছ দূর ভুবনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে

আকাশে উড়িছে বকপাঁতি
বেদনা আমার তারি সাথী
আকাশে উড়িছে-
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই
সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর গন্ধবেদনে, মনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar