Kishore Kumar Hits

Dwijen Mukherjee - Aji Kon Sure Bandhibo şarkı sözleri

Sanatçı: Dwijen Mukherjee

albüm: Tomari E Dware


আজি কোন সুরে বাঁধিব
দিন-অবসান বেলারে
আজি কোন সুরে বাঁধিব
দীর্ঘ ধূসর অবকাশে
সঙ্গীজনবিহীন শূন্য ভবনে
কোন সুরে বাঁধিব

সে কি মূক বিরহস্মৃতিগুঞ্জরণে
তন্দ্রাহারা ঝিল্লিরবে
সে কি মূক বিরহস্মৃতিগুঞ্জরণে
তন্দ্রাহারা ঝিল্লিরবে
সে কি বিচ্ছেদরজনীর যাত্রী বিহঙ্গের
পক্ষধ্বনিতে
কোন সুরে বাঁধিব

সে কি অবগুন্ঠিত প্রেমের কুন্ঠিত বেদনায়
সমবৃত দীর্ঘশ্বাসে
সে কি অবগুন্ঠিত প্রেমের কুন্ঠিত বেদনায়
সমবৃত দীর্ঘশ্বাসে
সে কি উদ্ধত অভিমানে উদ্যত উপেক্ষায়
গর্বিত মঞ্জীরঝঙ্কারে
আজি কোন সুরে বাঁধিব
আজি কোন সুরে বাঁধিব
দিন-অবসান বেলারে
আজি কোন সুরে বাঁধিব
দীর্ঘ ধূসর অবকাশে
সঙ্গীজনবিহীন শূন্য ভবনে
কোন সুরে বাঁধিব

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar