বলো দূর্গা মাই কি (জয়)
বলো দূর্গা মাই কি (জয়)
♪
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা, জয়
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা, জয়
খড়গ হাতে রণচণ্ডী তুমি
পাপের নাশে মহাশক্তি তুমি
খড়গ হাতে রণচণ্ডী তুমি
অসুর বিনাশিনী শক্তি তুমি
দশভূজা তোমার অপার মহিমা
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা, জয়
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা, জয়
♪
বলো দূর্গা মাই কি (জয়)
বলো দূর্গা মাই কি (জয়)
♪
লাগল দোলা ওই কাশের বনে
শারদীয়ার এই খুশির দিনে
ও সুখের ছোঁয়া আজ সবার মনে
মা গো, তোমারই আগমনে
খড়গ হাতে নারীশক্তি তুমি
দুর্গতিনাশিনী মুক্তি তুমি
দশভূজা তোমার অপার মহিমা
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা, জয়
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা, জয়
বলো দূর্গা মাই কি (জয়)
♪
(জয় জয়, দূর্গা মা)
(জয় জয়, দূর্গা মা, জয়)
(জয় জয়, দূর্গা মা)
(জয় জয়, দূর্গা মা, জয়)
বলো দূর্গা মাই কি (জয়)
সাজলো পাড়া আজ, সাজলো বাড়ি
নতুন জামা গায়ে নতুন শাড়ি
অঞ্জলি দিয়ে, মা, জানাই তোমায়
সবাই তোমার যেন করুণা পায়
খড়গ হাতে শুভশক্তি তুমি
প্রাণের চেতনা, ভক্তি তুমি
ও হো দশভূজা তোমার অপার মহিমা
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা, জয়
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা
জয় জয়, দূর্গা মা, জয়
Поcмотреть все песни артиста