Kishore Kumar Hits

Anweshaa - Swapno Bonar Somoy Ekhon (From "Fatafati") - Female Vocals şarkı sözleri

Sanatçı: Anweshaa

albüm: Swapno Bonar Somoy Ekhon (From "Fatafati") [Female Vocals]


স্বপ্ন বোনার সময় এখন
ইচ্ছের লাল নীল সুতোর টানে
স্বপ্ন বোনার সময় এখন
ইচ্ছের লাল নীল সুতোর টানে

কল্পনার সুঁয়ে সুতো পরালি
একটা নীল কমলা ভাবনা খেলে যা, আ
তারারা রা পা পা
গল্পটায় ডুবে থাকি সারাদিন
নিপুণ হাত একটু ছবি এঁকে যা, আ
রাপাপা রা পা পা
বেয়াড়া সুতো আঙুলে গুঁতো
বেয়াড়া সুতো আঙুলে গুঁতো
তবুও ছুতো খুঁজি কেন কে জানে
স্বপ্ন বোনার সময় এখন
ইচ্ছের লাল নীল সুতোর টানে

রঙ্গীন আশার রকমারি কাপড়ে
ঢেকে যায় বিষণ্ণ কালো মন
নানা, না না নানা না
বাহারি নকশা কেটে আনমনে গড়ি
কত ধরণ কত গড়নের স্বপন
নানা, না না নানা না
এরই মাঝে যদি একটা দুটো সত্যি হয়ে যায়
ভালোলাগার আবেশে ভেসে দেখি
অপলক মুগ্ধতায়
বেয়াড়া সুতো আঙুলে গুঁতো
বেয়াড়া সুতো আঙুলে গুঁতো
তবুও ছুতো খুঁজি কেন কে জানে
স্বপ্ন বোনার সময় এখন
ইচ্ছের লাল নীল সুতোর টানে
স্বপ্ন বোনার সময় এখন
ইচ্ছের লাল নীল সুতোর টানে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar