Kishore Kumar Hits

Woo York - Second Breath şarkı sözleri

Sanatçı: Woo York

albüm: Chasing The Dream


ডিসেম্বর এর শহরে
চেনা শুভেচ্ছা চেনা সেলফোন,
ডিসেম্বর এর শহরে
সবই নিয়নের বিজ্ঞাপন
ডিসেম্বর এর শহরে
চেনা বন্ধু চেনা নিকোটিন
ডিসেম্বর এর শহরে
ভালোবাসা যেন পোর্সেলিন
তারা জানেনা মুখচোরা পার্টিতে
তোর সাজানো হাসির মানে
সস্তার রাম যখন রাখছে হিসেব
তোর বেহিসাবি অভিমানের
তারা প্রেমিক তোমার তবু মানববোমার
মতোই তারা নিস্পলক
তাদের আঙুলে তবু রাখছো আঙ্গুল
মুছে দিছো স্মৃতির ফলক
তারা জানেনা তোমার অতীতটাকে
সেই বিষণ্ণ কার্ডিগান
তারা জানেনা প্রতি ডিসেম্বরে
কুয়াশায় লেখো ছদ্মনাম
তারা দেখেনি শিশির ভেজা তোর দুচোখ
পুরোনো মহিনের গানে
আর না পাঠানো sms রাখছে হিসেব
তোর বেহিসাবি পিছুটানের
জানি প্রিয়তমা শব্দের তর্জমা
ওরা কবিতায় করেছে অনেক
তবু আমার মতো তোর হৃদয়ক্ষত
দিয়ে সাজায়নি শব্দের রেশ
তারা জানেনা কারোর অপেক্ষাতে
বাসস্টপে তুই ম্রিয়মান
তারা জানেনা প্রতি ডিসেম্বরে
উষ্ণতা খোঁজে বিকেলের ট্রাম
জানি আলোয় ভিজবে চেনা পার্কস্ট্রিট
তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট
নিয়ে সুটকেস ভর্তি শুণ্যতা
হাতছানি দেয় অন্য শহর
ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই-
আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই;
ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই
বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই...
ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়
প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়
ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়
প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়
সব শীতের শেষে হয়তো বসন্ত আসেনা,
সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার, কলকাতায় |

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar