Kishore Kumar Hits

Mohammed Irfan - Ei Pujote Tai Sudhu Tomai Chai şarkı sözleri

Sanatçı: Mohammed Irfan

albüm: Ei Pujote Tai Sudhu Tomai Chai


ষষ্ঠীর সকালে তোমায় প্রথম দেখতে পাওয়া
চোখে চোখে কিছু কথা, কিছু বাকি রেখে যাওয়া
ষষ্ঠীর সকালে তোমায় প্রথম দেখতে পাওয়া
চোখে চোখে কিছু কথা, কিছু বাকি রেখে যাওয়া
আমার বুকের ভিতর বাজলো ঢাকের বোল
আমার দুগ্গাপুজোর আকাশ জুড়ে তোমার কোলাহল
এই পুজোতে তাই শুধু তোমায় চাই
পাগল করে তোমার মুচকি হাসি
ধুনুচি নাচে ভালোবাসার আঁচে
জমবে প্রেমের গল্প পাশাপাশি

সপ্তমীর ভিড়ে হাত রেখে তোমার হাতে
যেই দিক দু'চোখ যায়, হাঁটবো দু'জনাতে
সপ্তমীর ভিড়ে হাত রেখে তোমার হাতে
যেই দিক দু'চোখ যায়, হাঁটবো দু'জনাতে
আমার একলা উদাস মন আজ খুশিতে ভরপুর
তোমার খোলা চুলের খুনসুটিতে আগমনীর সুর
এই পুজোতে তাই শুধু তোমায় চাই
পাগল করে তোমার মুচকি হাসি
ধুনুচি নাচে ভালোবাসার আঁচে
জমবে প্রেমের গল্প পাশাপাশি

অষ্টমী এলো, চলো অঞ্জলি দিয়ে আসি
তোমার নতুন শাড়ি, নতুন সাজ ভীষণ ভালোবাসি
অষ্টমী এলো, চলো অঞ্জলি দিয়ে আসি
তোমার নতুন শাড়ি, নতুন সাজ ভীষণ ভালোবাসি
আমার নবমীর বিকেল, মনের ভেতরটা আনচান
এগিয়ে এলো মায়ের বিদায় বিসর্জনের গান
আমার নবমীর বিকেল, মনের ভেতরটা আনচান
এগিয়ে এলো মায়ের বিদায় বিসর্জনের গান
আসছে বছর আমরা থাকবো অপেক্ষায়
সুখের-দুঃখের জীবন জুড়ে চাইবো যে তোমায়
এই পুজোতে তাই শুধু তোমায় চাই
পাগল করে তোমার মুচকি হাসি
ধুনুচি নাচে ভালোবাসার আঁচে
জমবে প্রেমের গল্প পাশাপাশি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar