Antara Chowdhury - Sandhaya Rani şarkı sözleri
Sanatçı:
Antara Chowdhury
albüm: Bengali Nursery Songs
সন্ধ্যা রানি সাঁঝের বেলায়
রোজ ছিঁড়ে ফেলে সে মুক্তার মালা
কুড়িয়ে রাখে আকাশেরই থালায়
সন্ধ্যা রানি...
♪
ঝিলমিল তারা হয়ে সারা রাতি
আকাশে জ্বেলে রাখে লাখো বাতি
ঝিলমিল তারা হয়ে সারা রাতি
আকাশে জ্বেলে রাখে লাখো বাতি
কেউ তো জানে না যে ছেঁড়া মালা
সন্ধ্যা রানি...
নি সা গা রে সা মা
মা গা নি ধা পা রে
নি রে গা মা পা রে সা
নি ধা পা মা পা মা গা রে সা নি
সন্ধ্যা রানি...
♪
সূর্যিমামা পাছে জেনে ফেলে
ভোরেরই আঁচলেতে ঢেকে ফেলে
সকালে আবার গাঁথে ছেঁড়া মালা
সন্ধ্যা রানি...
নি রে গা মা পা মা
মা ধা নি রে সা নি
নি ধা, ধা পা, ধা মা রে মা গা
গা রে সা রে সা নি ধা পা মা পা নি ধা নি ধা পা মা গা রে সা নি
সন্ধ্যা রানি সাঁঝের বেলায়
রোজ ছিঁড়ে ফেলে সে মুক্তার মালা
কুড়িয়ে রাখে আকাশেরই থালায়
সন্ধ্যা রানি...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri