ও মাগো, মা, অন্য কিছু গল্প বলো "এক যে ছিলো রাজা-রাণী" অনেক হলো ও মাগো, মা, অন্য কিছু গল্প বলো "এক যে ছিলো রাজা-রাণী" অনেক হলো বলো না কেন ওই ওপাড়ার দাশুর ছেলে জ্বরেতে ভুগে না খেতে পেয়ে মারা গেল বলো না কেন ওই ওপাড়ার দাশুর ছেলে জ্বরেতে ভুগে না খেতে পেয়ে মারা গেল ♪ এই যে এত সব সারি সারি বড় বড় বাড়ি, আর এত গাড়ি এই যে এত সব সারি সারি বড় বড় বাড়ি, আর এত গাড়ি তবু কেন এত লোকে ফুটপাতে শোয় তা বলো না কেন সেদিন অঞ্জনাকে স্কুলের থেকে মাইনে দিতে পারেনি বলে তাড়িয়ে দিলো? কেন সেদিন অঞ্জনাকে স্কুলের থেকে মাইনে দিতে পারেনি বলে তাড়িয়ে দিলো? ♪ যখনই প্রশ্ন করি, বলো তুমি "বড় হও, পরে সব জানবে তুমি" যখনি প্রশ্ন করি, বলো তুমি "বড় হও, পরে সব জানবে তুমি" কেন মাগো এত লোকে ভিক্ষে করে তা বলো না বলো না কেন দাদা-মেজদা ঘরেতে বেকার ওরা তো দু'জন লেখাপড়ায় ভালোই ছিলো বলো না কেন দাদা-মেজদা ঘরেতে বেকার ওরা তো দু'জন লেখাপড়ায় ভালোই ছিলো ও মাগো, মা, অন্য কিছু গল্প বলো "এক যে ছিলো রাজা-রানী" অনেক হলো