Kishore Kumar Hits

Antara Chowdhury - Habuchandra Raja şarkı sözleri

Sanatçı: Antara Chowdhury

albüm: Bengali Nursery Songs


এক যে ছিল রাজা, হবুচন্দ্র তাহার নাম
ভারতের অধিশ্বর, দিল্লীতে তার ধাম
প্রধানমন্ত্রী তার গবুচন্দ্ৰ শুভ নাম
বুদ্ধিতে ভীষণ ধার, দেশজোড়া তার নাম
এক যে ছিল রাজা হবুচন্দ্র তাহার নাম
ভারতের অধিশ্বর, দিল্লীতে তার ধাম

লালালালা, লালা, লালা, লালা, লালালালা
লালালালা, লালা, লালা, লালা, লালালালা

একদিন ডেকে বললেন রাজা, "মন্ত্রীমশাই শুনুন"
"এই দেশটা ভীষণ ধুলোয় ভরা, একটা কিছু করুন"
"চলতে ধুলো, ফিরতে ধুলো, হাঁটতে পায়ে ধুলো"
"খাবারও ধুলোয় ভরা আর মগজেতেও ধুলো"
"তাড়াতাড়ি কিছু করুন, তাড়াতাড়ি কিছু করুন"
মন্ত্রীমশায় বললেন, "একটু সবুর করুন"
পরের দিন লাখ খানেক ঝাড়ুদারের ঝাড়ুর ঘায়
উঠলো যে ধুলোর ঝড়, প্রাণ রাখা যে দায়
রাজামশায় তখন cabinet meeting ডেকে
বললেন, "এই আপনারা বার করুন উপায়"

মন্ত্রনা মন্ত্রীরা দিলেন, 'জল ফেলো, জল ঢালো'
তার ফলে কাদায় আর পাঁকে দেশটা ভরে গেল
নদী-নালা সব শুকালো, পুকুরে মাছ মরল
আর জলো হাওয়ায় কাদায় রাজার ভীষণ সর্দি হল
"ওরে বাবা কোথায় যাই রে, ওরে বাবা মারা যাই রে"
"এক ফোঁটা ঘটে বুদ্ধি মন্ত্রীদের কী নাইরে!"
পন্ডিতপ্রবর তখন বললেন, "শোনো দিয়া মন"
"সারাটা দেশ বরং চামড়ায় মুড়ে দাও"
বললেন রাজামশায়, "idea-টা মন্দ নয়"
যত মুচি-চামার সব্বাইকে খবর দাও

লালালালা, লালা, লালা, লালা, লালালালা
লালালালা, লালা, লালা, লালা, লালালালা
Parliament-এ যেই না এই প্রস্তাবটা রাখা হল
MP-রা সব প্রতিবাদে হৈ হৈ করে বলল
গো-মাতাকে রক্ষা করা দ্বায়িত্ব যে রাজার
কি না তারই চামড়ায় ঢাকবে জমি, হায় কি যে অনাচার!
হরে হরে, ব্যোম, ব্যোম, ব্যোম, ব্যোম
হরে হরে, ব্যোম, ব্যোম, ব্যোম, ব্যোম
রাজামশায় বললেন, "আমি withdraw করলুম"
এক মুচি দরিদ্র বলল, "শুনুন হে ভদ্র"
"সবিনয় নিবেদন শুনুন আমার"
"পৃথিবী না ঢেকে পা-টা চামড়ায় দিন ঢেকে"
শুনে রাজা বললেন, "চুপ কর বেটা চামার"

বললেন রাজা, "এই কথাটা অনেক বছর ধরে"
"আমার মাথায় ছিল বেটা টের পেল কী করে?"
সেই থেকে দেশেতে জুতোর প্রচলন হল
ধন্য ধন্য মহারাজার দেশে পড়ে গেল
ধন্য হে ধন্য রাজা, ধন্য হে মহারাজা
সবাই ধন্য ধন্য বলো, আর আমার কথা ফুরাল

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar