Kishore Kumar Hits

Antara Chowdhury - Nandito Nandito Desh Aamr şarkı sözleri

Sanatçı: Antara Chowdhury

albüm: All In The Family - Salil Chowdhury, Antara Chowdhury & Sabita Chowdhury


নন্দিত নন্দিত দেশ আমার (দেশ আমার)
নিশি দিশি বন্দিত দেশ আমার (দেশ আমার)
নন্দিত নন্দিত দেশ আমার (দেশ আমার)
নিশি দিশি বন্দিত দেশ আমার (দেশ আমার)
হায় রে দেশবাসীরে
তবু কেন বঞ্চিত দেশ আমার!
হায় রে দেশবাসীরে
তবু কেন বঞ্চিত দেশ আমার!
আমরা যে মুক্তির নবজীবনের দূত
মরা গাঙে আনি জোয়ার
আমরা যে মুক্তির নবজীবনের দূত
মরা গাঙে আনি জোয়ার
আমাদের প্রাণ দিয়ে নব যুগ আনবোই
কোটি বাহু একসাথে শেষ আঘাত হানবোই
বিদেশীর পাতা ফাঁদ-সরে যাবে কালো হাত
খুলে যাবে আলোর দ্বার
বিদেশীর পাতা ফাঁদ-সরে যাবে কালো হাত
খুলে যাবে আলোর দ্বার
ধানে ভরা প্রান্তর, প্রান্তর... (প্রান্তর)
সোনালী সবুজ ভরা প্রাণ তোর, প্রাণ তোর
ধানে ভরা প্রান্তর, প্রান্তর... (প্রান্তর)
সোনালী সবুজ ভরা প্রাণ তোর, প্রাণ তোর
হায় রে দেশবাসীরে উপবাসী কেন সন্তান তোর
হায় রে দেশবাসীরে উপবাসী কেন সন্তান তোর
আমরা যে মুক্তির নবজীবনের দূত
মরা গাঙে আনি জোয়ার
আমরা যে মুক্তির নবজীবনের দূত
মরা গাঙে আনি জোয়ার
আমাদের প্রাণ দিয়ে নবযুগ আনবোই
ফসলের দস্যুকে শেষ আঘাত হানবোই
ঘরে ঘরে রবে ধান—শোষণের অবসান
ভরে যাবে শূন্য খামার
ঘরে ঘরে রবে ধান—শোষণের অবসান
ভরে যাবে শূন্য খামার
সাম্যের পীঠভূমি দেশ আমার দেশ আমার (দেশ আমার)
বুদ্ধ-মহসিনের দেশ আমার দেশ আমার (দেশ আমার)
সাম্যের পীঠভূমি দেশ আমার দেশ আমার (দেশ আমার)
বুদ্ধ-মহসিনের দেশ আমার দেশ আমার (দেশ আমার)
হায় রে দেশবাসীরে
কেন খুনে রঞ্জিত দেশ আমার!
হায় রে দেশবাসীরে
কেন খুনে রঞ্জিত দেশ আমার!
আমরা যে মুক্তির নবজীবনের দূত
মরা গাঙে আনি জোয়ার
আমরা যে মুক্তির নবজীবনের দূত
মরা গাঙে আনি জোয়ার
আমাদের প্রাণ দিয়ে নব যুগ আনবোই
ভাঙা বুকে মিলনের মন্ত্রকে দানবোই
বিভেদের বিষাদের-হবে শেষ, জাগে ফের নন্দিত নন্দিত দেশ
বিভেদের বিষাদের-হবে শেষ, জাগে ফের নন্দিত নন্দিত দেশ
নন্দিত নন্দিত দেশ
নন্দিত নন্দিত দেশ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar