এক যে ছিল দুষ্টু ছেলে
সারাটা দিন সে বেড়াতো খেলে
এক যে ছিল দুষ্টু ছেলে
সারাটা দিন সে বেড়াতো খেলে
কারো কথা শোনে না কোনোদিন
নাম তার শচীন, কিংবা যতীন
কারো কথা শোনে না কোনোদিন
নাম তার শচীন, কিংবা যতীন
আড়ি, আড়ি, আড়ি, তার সাথে আড়ি
কাল যাবো ঘর, পরশু যাবো বাড়ি
আড়ি, আড়ি, আড়ি, তার সাথে আড়ি
কাল যাবো ঘর, পরশু যাবো বাড়ি
♪
কাউকে বলো না, আরো একজন
নাম তার জানি না, দেমাগ ভীষণ
কাউকে বলো না, আরো একজন
নাম তার জানি না, দেমাগ ভীষণ
ফর্সা মেয়ে সে, ভারি গুমোট
ঝগড়া করে সে শুধু দিনভর
ফর্সা মেয়ে সে, ভারি গুমোট
ঝগড়া করে সে শুধু দিনভর
আড়ি, আড়ি, আড়ি, তারও সাথে আড়ি
কাল যাবো ঘর, পরশু যাবো বাড়ি
আড়ি, আড়ি, আড়ি, তারও সাথে আড়ি
কাল যাবো ঘর, পরশু যাবো বাড়ি
♪
মা আর বাবা বলেছে, "ছি ছি ছি!
ঝগড়া করো না মিছিমিছি"
মা আর বাবা বলেছে, "ছি ছি ছি!
ঝগড়া করো না মিছিমিছি"
"সব্বাই ভালো, নিজে ভালো হও
ভালোবেসে জয় করে নাও
সব্বাই ভালো, নিজে ভালো হও
ভালোবেসে জয় করে নাও"
তাই ভাব, ভাব, ভাব, সবার সাথে ভাব
ভালো ছেলে-মেয়েদের নেইকো অভাব
ভাব, ভাব, ভাব, সবার সাথে ভাব
ভালো ছেলে-মেয়েদের নেইকো অভাব
Поcмотреть все песни артиста