আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে কোন অনেক দূরে উদাস সুরে কোন অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাই রে আছে, আছে, নাই রে আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে আমার দুই আঁখি হল হারা কোন গগনে খোঁজে কোন সন্ধ্যাতারা আমার দুই আঁখি হলো হারা কোন গগনে খুঁজে কোন সন্ধ্যাতারা কার ছায়া আমায় ছুঁয়ে যে যায় কার ছায়া আমায় ছুঁয়ে যে যায় কাঁপে হৃদয় তাই রে গুনগুনিয়ে গাই রে আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে