Kanika Banerjee - Dwarey Keno Diley şarkı sözleri
Sanatçı:
Kanika Banerjee
albüm: Sob Shesh Sanchay, Vol. 1
দ্বারে কেন দিলে নাড়া ওগো
ওগো মালিনী, দ্বারে
দ্বারে কেন দিলে নাড়া ওগো
ওগো মালিনী, দ্বারে
কার কাছে পাবে সাড়া ওগো
ওগো মালিনী, দ্বারে
দ্বারে কেন দিলে নাড়া ওগো
ওগো মালিনী, দ্বারে
কার কাছে পাবে সাড়া ওগো
ওগো মালিনী, দ্বারে
তুমি তো তুলেছ ফুল, গেঁথেছ মালা
আমার আঁধার ঘরে লেগেছে তালা
তুমি তো তুলেছ ফুল, গেঁথেছ মালা
আমার আঁধার ঘরে লেগেছে তালা
খুঁজে তো পাই নি পথ, দীপ জ্বালি নি
দ্বারে কেন দিলে নাড়া ওগো
ওগো মালিনী, দ্বারে
ওই দেখো গোধূলির ক্ষীণ আলোতে
দিনের শেষের সোনা ডোবে কালোতে
ওই দেখো গোধূলির ক্ষীণ আলোতে
দিনের শেষের সোনা ডোবে কালোতে
আঁধার নিবিড় হলে আসিয়ো পাশে
আঁধার নিবিড় হলে আসিয়ো পাশে
যখন দূরের আলো জ্বালে আকাশে
অসীম পথের রাতি দীপশালিনী
দ্বারে কেন দিলে নাড়া ওগো
ওগো মালিনী, দ্বারে
দ্বারে কেন দিলে নাড়া ওগো
ওগো মালিনী, দ্বারে
ওই দেখো গোধূলির ক্ষীণ আলোতে
দিনের শেষের সোনা ডোবে কালোতে
ওই দেখো গোধূলির ক্ষীণ আলোতে
দিনের শেষের সোনা ডোবে কালোতে
আঁধার নিবিড় হলে আসিয়ো পাশে
আঁধার নিবিড় হলে আসিয়ো পাশে
যখন দূরের আলো জ্বালে আকাশে
অসীম পথের রাতি দীপশালিনী
দ্বারে কেন দিলে নাড়া ওগো
ওগো মালিনী, দ্বারে
দ্বারে কেন দিলে নাড়া ওগো
ওগো মালিনী, দ্বারে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri